জন্ম ১ ডিসেম্বর, ১৯৬৯, সিলেট মহানগরীর পায়রায়। বাবা মোহাম্মদ বরকত উল্লাহ ও মাতা মোসাম্মৎ রাবেয়া খাতুন। পিতা-মাতার তৃতীয় সন্তান। লেখাপড়ার হাতে খড়ি সিলেটেই। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আগ্রহ। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ প্রভৃতি দিয়েই তার লিখনীর সূচনা। স্কুল-কলেজের দেয়াল পত্রিকা বা ম্যাগাজিনেই সীমাবদ্ধ ছিল তার লেখালেখি। উচ্চতর শিক্ষা চলাকালীন সময়েই তার প্রবাস যাত্রা। সাহিত্য অনুরাগী এই লেখক আমেরিকা প্রবাসী।