আবীর আহাদ বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গবেষক ও লেখক। ১৯৭১ সালে ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসে চলে যান ভারতে। প্রথমে বনগাঁ যুব শিবিরে এবং পরে বিহারের চাকুলিয়ায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। আবীর আহাদ জুলাই মাসের শেষভাগে ২৫ সদস্যের একটি গ্রুপের কমান্ডার হিসেবে ৯ নং সেক্টরে যুদ্ধে অংশ নেন। মধুখালি, বোয়ালমারি, আলফাডাঙ্গা, মুকসুদপুর, কাশিয়ানী ও ভাটিয়াপাড়ার বিভিন্ন রণাঙ্গনে কয়েকটি যুদ্ধে অংশ নেন তিনি। আবীর আহাদ স্কুলজীবন থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত। স্বাধীনতা পরবর্তী সময়ে জড়িত হন সাংবাদিকতা পেশার সঙ্গে। বর্তমানে মুক্তিযুদ্ধের উপর গবেষণাকর্ম চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধভিত্তিক ১৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মুক্তিযুদ্ধের রনাঙ্গনে’, ‘বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের রাজনৈতিক দর্শন’, ‘আমি মুক্তিযোদ্ধা বলছি’, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ প্রভৃতি। বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধকরণের জন্য ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।