অমিয়ভূষণ মজুমদার (১৯১৮-২০০১) পশ্চিমবাংলার লেখক। খোদ কলকাতা নয়, কোচবিহারের বাসিন্দা তিনি। যদিও এসব প্রসঙ্গ অমিয়ভূষণ মজুমদার সম্পর্কে খুব বেশি জরুরি নয়। খোঁজাখুঁজি করলে তাঁর বই বাংলাদেশের বইপাড়ায় দু’এক কপি মেলে, যার বেশি কলকাতা শহরেও মেলে না বলেই শোনা যায়। যদিও বর্তমানে বাংলা কথাসাহিত্যের এমন মননশীল পাঠক খুব নগণ্য যিনি তাঁর অন্তত দু’চারটি উপন্যাস পড়েননি। অর্থাৎ সিরিয়াস পাঠকের দ্বারে তিনি সব বাধা পেরিয়ে গেলেও জনপ্রিয়তা অভিধানটি তাঁর কপালে জুটবে না কখনই বলে মনে হয়। কিন্তু তারপরও বোদ্ধাজনের সামগ্রিক বিচার হলো অমিয়ভূষণ মজুমদারের নামটি সময়সাময়িক কথাসাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম উচ্চার্য।