নাম ফারজানা করিম অর্পিতা। “অপরাজিতা অর্পিতা” নামে লেখালেখি করেন। কোনো একদিন জীবনের কোনো একটি দিকে অপরাজিত হবেন, এই স্বপ্ন তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। একাডেমিক পড়াশোনায় কখনো দ্বিতীয় হননি। পঞ্চম ও অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ রয়েছে তার ঝুলিতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যানিং ও ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান। অর্পিতার কাছে ভালোলাগা, ভালোবাসা ও মুক্তির অন্য নাম লেখালেখি। ২০১৮ সালে ছয়টি সংকলনে তার বেশ কয়েকটি কবিতা ও ছোট গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া জাতীয় দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক, ত্রৈমাসিক পত্রিকা ও অনলাইনে নিয়মিত লেখালেখি করেন। লেখালেখি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।