যিনি কুরআনের চিত্রকল্প “আখেরাতের চিত্র” দিয়ে সমধিক
পরিচিত অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন, যার জন্ম ২১
নভেম্বর, ১৯৬৪, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার
তারাখোঁ গ্রামে এক দ্বীনদার মুসলিম পরিবারে । পিতা
মরহুম হাজী নুর আহমদ ও মাতা মোস্তফা খাতুনের
সর্বকনিষ্ঠ সন্তান তিনি। বড়ভাই মাওলানা আবুল কাশেম
এর হাতে সর্বপ্রথম তার প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু ।
যিনি প্রাথমিক শিক্ষা থেকে প্রত্যেক স্তরে কৃতিত্রে স্বাক্ষর
রেখেছেন। তিনি ১৯৮০ সালে ফৌজদারহাট কে. এম উচ্চ
বিদ্যালয় থেকে এস.এস.সি ও ১৯৮২ সালে চ্টরগ্রাম কলেজ
থেকে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৮৬ সালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ রসায়ন বিদ্যায়
এম.এস.সি ডিথি অর্জন করেন।