সৃজনশীল প্রকাশনার জগতে জ্ঞানকোষ প্রকাশনী একটি অন্যতম নাম। দীর্ঘ দুই দশক ধরে সুনামের সাথে প্রায় তিন শত গ্রন্থ প্রকাশ করেছে এই প্রকাশনা প্রতিষ্ঠানটি। তন্মধ্যে বাংলা ভাষায় কম্পিউটার বিষয়ক বই, গল্প, উপন্যাস, ধর্মীয়, সাহিত্য, ইংলিশ স্পীকিং বই অন্যতম। জ্ঞানকোষ প্রকাশনী ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর ২১শে বইমেলা এবং ঢাকা বইমেলা সহ দেশী-বিদেশী বইমেলায় অংশগ্রহণ করে থাকে।