আত্মপ্রচার নয়, সত্যভাষণের খাতিরেই বলতে হবে যে বাংলাদেশের প্রকাশনা জগতে ‘অবসর প্রকাশনা সংস্থা’ অত্যন্ত নন্দিত ও গৌরবোজ্জ্বল এক নাম। গ্রন্থপ্রকাশ যে শুধু ব্যবসাই নয়, শিল্পও সেইসঙ্গে-এমন উপলব্ধি করা যায় এই প্রকাশনার যে কোনো বই হাতে নিলে। দুই দশকেরও অধিক কাল যাবৎ বাংলাদেশের সৃজনশীল সাহিত্য এবং বিশ্বসাহিত্য বাংলাভাষী পাঠকদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে ‘অবসর প্রকাশনা সংস্থা’র ভূমিকা গর্ব করার মতো। কার্টুন থেকে কৌতুক, ভ্রমণ থেকে পাখি, কোষগ্রন্থ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, রূপচর্চা থেকে শুরু করে রন্ধনশিল্প-গ্রন্থচারিত্র্যের বিস্ময়কর