20%

রাজনীতি দুর্নীতি ও নির্বাচন

Printed Price: TK. 350
Sell Price: TK. 280
20% Discount, Save Money 70 TK.
Summary: রাজনীতি হল একটি প্রক্রিয়া-আলাপ- আলোচনার মাধ্যমে সমঝোতায়  পৌঁছার প্রক্রিয়া। রাজনৈতিক প্রক্রিয়া কার্যকারিতা প্রদর্শন  করলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়। দ্বন্দ্ব-হানাহানি এড়ানো যায়। রাজনীতির উদ্দেশ্য মহান ও জনকল্যাণ। তাই সততা, নিষ্ঠা ও Read More...
দ্রুত ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি
৩দিন ইজি রিটার্ন

Book Details

Titleরাজনীতি দুর্নীতি ও নির্বাচন
Authorবদিউল আলম মজুমদার
Publisherআগামী প্রকাশনী
Category
ISBN9789840417674
Edition1st Published, 2015
Number Of Page167
Countryবাংলাদেশ
Languageবাংলা
Cover Typeহার্ড কভার

Book Description

রাজনীতি হল একটি প্রক্রিয়া-আলাপ- আলোচনার মাধ্যমে সমঝোতায়  পৌঁছার প্রক্রিয়া। রাজনৈতিক প্রক্রিয়া কার্যকারিতা প্রদর্শন  করলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়। দ্বন্দ্ব-হানাহানি এড়ানো যায়। রাজনীতির উদ্দেশ্য মহান ও জনকল্যাণ। তাই সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতা এর অন্যতম বৈশিষ্ট্য হওয়া আবশ্যক।  কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতি আজ আমাদের দেশে জনকল্যাণের পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থসিদ্ধির মাধ্যমে পরিণত হয়ে পড়েছে।  রাজনীতি আজ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। বস্তুত রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ও ছত্রচ্ছায়াই আমাদের দেশে দুর্নীতির বিস্তার ঘটছে। রাষ্ট্রীয় নজরদারিত্বের প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান অকার্যকারিতার ফলে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি তথা অন্যায় করে পার পেয়ে যাওয়ার এক অপসংস্কৃতি আজ আমাদের দেশে গড়ে উঠেছে। আর এ অপসংস্কৃতির কারণেই দুর্নীতি আমাদের সমাজে বেসামাল পর্যায়ে পৌঁছেছে এবং যে কোনো মূল্যে ক্ষমতায়  যাওয়ার এক অশুভ প্রতিযোগিতা দেশে বিরাজ করছে। ক্ষমতায় যাওয়ার অশুভ প্রতিযোগিতার অংশ হিসেবে আমাদের রাজনীতিবিদরা কোনো অপকর্ম থেকেই যেন নিজেদের বিরত রাখেন না। তাঁরা নীতি-আদর্শ, এমনকি মৌলিক মানবিক মূ্ল্যবোধ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না। তাঁরা ক্ষুদ্র স্বার্থে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ দলিল কাটা-ছেঁড়া করতেও ‍দ্বিধা করেন না। পাতানো ও প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানেও পিছপা হন না। আর ক্ষমতায় যাওয়ার এ সর্বাত্মক প্রতিযোগিতার ফলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সনাতন পন্থা তথা রাজনৈতিক প্রক্রিয়া আমাদের দেশে আজ ভেঙে পড়েছে। ফলে জাতি  হিসেবে আজ আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। আমরা জানি না এর পরিণাম কী হবে। তবে আমরা মনে করি যে, এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম পন্থা হলো আমাদের রাজনীতিকে কলুষমুক্ত করা এবং সংলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছা।

Author Info

বদিউল আলম মজুমদার

বদিউল আলম মজুমদার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে এইচএসসি পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতসময়ে রোটারি ফাউন্ডেশন গ্র্যাজুয়েট ফেলোশিপ ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন। প্রফেসর মজুমদার ক্যালিফোর্নিয়ার ক্লারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করার পর কেস ওয়েস্টার্ণ রিজার্ভ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি লাভ করেন। ১৯৬৯-৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর বাণিজ্য অনুষদের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আমেরিকার সিয়াটেল বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ১৯৭৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে অধ্যাপনা করেন। এছাড়াও তিনি সৌদি রাজপরিবারের অর্থনৈতিক পরামশদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এবং ‘সুজনে’র প্রতিষ্ঠাতা হিসাবে তিনি সমধিক পরিচিত।

Publisher Info

আগামী প্রকাশনী

আগামী প্রকাশনী বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ওসমান গণি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের হিসেব এ-পর্যন্ত প্রকাশনার প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৮০০-এর অধিক। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ভিত্তি করে উল্লখেযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ-প্রকাশনা পরিচিত হয়ে ওঠে।[তথ্যসূত্র প্রয়োজন] প্রকাশনীর বর্তমান স্লোগান, মুক্তিযৃদ্ধ ও মুক্তচেতনা আমাদের প্রকাশনা’।’

Reviews

There are no reviews yet.


Be the first to review “রাজনীতি দুর্নীতি ও নির্বাচন”

রাজনীতি দুর্নীতি ও নির্বাচন
Sell Price: TK. 280
TK. 350, 20% Discount, Save Money 70 TK.
You've just added this product to the cart: