29%
তুপা
Book Details
Title | তুপা |
Author | এম মামুন হোসেন |
Publisher | অনিন্দ্য প্রকাশ |
Category | উপন্যাস |
ISBN | 9789845263160 |
Edition | 1st Published, 2020 |
Number Of Page | 64 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Cover Type | হার্ড কভার |
Book Description
Author Info
এম মামুন হোসেন পেশায় সাংবাদিক। পৈতিৃক ভিটে বিক্রমপুর (মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা) হলেও জন্ম ও বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। তাই পুরান ঢাকার প্রতিটি অলিগলিতে রয়েছে তার শেকড় পোতা। উত্তরাধিকার সূত্রেই তার আগ্রহের বিষয় ঢাকার ইতিহাস-ঐতিহ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মামুন হোসেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমবিএ করেছেন। ২০১৭ সালে ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘নামকরণের ইতিকথা’ শিরোনামে পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘কী শিখছে শিশুরা’ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক শিক্ষাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পেয়েছেন ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৪। ‘বেসরকারি ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ক্যাম্পাস বিক্রি’ শিরোনামে অনুসন্ধানী শিক্ষাবিষয়ক প্রতিবেদনের জন্য ২০১১ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়া জেন্ডার আইডেনটিটি নিয়ে মানবিক প্রতিবেদনের জন্য ইউএনডিপি অ্যাওয়ার্ড-২০১৪, কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতামূলক প্রতিবেদনের জন্য ল্যাপ্রসি মিশন অ্যাওয়ার্ড-২০১৪, প্রতিবন্ধী শিশুদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পেয়েছেন দ্যা ফ্রেড হলোস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। সাংবাদিকতায় তার আগ্রহের বিষয় হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, ইতিহাস-ঐতিহ্য, গণহত্যা ও মুক্তিযুদ্ধ, মানবাধিকার, স্থানীয় সরকার ও সুশাসন। ভারত, দুবাই, তুরস্ক, ডেনমার্ক, সুইডেনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ‘নিজের শব বহন’ তার প্রথম কবিতার বই। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এ বইটির জন্য তাকে ‘দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার-২০১৯’ পুরস্কার দেওয়া হয়।
Publisher Info
- Reviews (4)
তুপা’ সমাপ্তিটা খুউব ট্রাজেডি আর টার্চি। একনাগারে বর্ণনা এক কথায় অসাধারণ। আপনি অনেক দূর যাবেন।
‘পৃথিবীর সব প্রাণীর চেয়ে মানুষই সবচেয়ে বোকা। তারা সংসার বাঁধে।ভালোবাসে। আশায় বুক বাঁধে। তারপর সব একদিন শেষ হয়ে যায়। জোলাবাত্তি খেলার মতো সব শেষ হয়ে যায়। আশা নিরাশায় রূপ নেয়। কেউ পরের খোঁজে ঘর ছেড়ে যায়…’ ‘তুপা’ গল্পের উপরের লাইনগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। ‘তুপা’ পড়ে বললেন, এখানে উঠে এসেছে না বলা ভালোবাসা কথা। পাশাপাশি পরিবারের টানাপোড়েনের কথা। সাধারণত মধ্যবিত্ত পরিবারে এমনটাই বেশি চোখে পড়ে। লেখক সুন্দরভাবেই হাসান-সজিব ও তুপার ভালোলাগা এবং ভালোবাসার বিষয়গুলো তুলে ধরেছেন।
তবে গল্পে ‘ট্র্যাজেডি কিং’ নিয়ে লেখক কিছুটা বাড়াবাড়ি করেছেন। এটাতে ঘোর আপত্তি।
তুপা-সমাপ্তিটা খুউব ট্রাজেডি আর টার্চি। একনাগারে বর্ণনা এক কথায় অসাধারণ। আপনি অনেক দূর যাবেন। পৃথিবীর সব প্রাণীর চেয়ে মানুষই সবচেয়ে বোকা। তারা সংসার বাঁধে।ভালোবাসে। আশায় বুক বাঁধে। তারপর সব একদিন শেষ হয়ে যায়। জোলাবাত্তি খেলার মতো সব শেষ হয়ে যায়। আশা নিরাশায় রূপ নেয়। কেউ পরের খোঁজে ঘর ছেড়ে যায়…’ ‘তুপা’ গল্পের উপরের লাইনগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। ‘তুপা’ পড়ে বললেন, এখানে উঠে এসেছে না বলা ভালোবাসা কথা। পাশাপাশি পরিবারের টানাপোড়েনের কথা। সাধারণত মধ্যবিত্ত পরিবারে এমনটাই বেশি চোখে পড়ে। লেখক সুন্দরভাবেই হাসান-সজিব ও তুপার ভালোলাগা এবং ভালোবাসার বিষয়গুলো তুলে ধরেছেন।
তবে গল্পে ‘ট্র্যাজেডি কিং’ নিয়ে লেখক কিছুটা বাড়াবাড়ি করেছেন। এটাতে ঘোর আপত্তি।
বরাবরই আমি ক্ষুধার্ত টাইপের পাঠক… নতুন কোনো বই হাতে পেলে যতক্ষণ পড়া শেষ না করতে পারি একটা অস্থিরতা কাজ করে…কবিতা ভালোবাসার জয়গা হলেও উপন্যাসেই তৃপ্তি পাই বেশি..‘তুপা’ বইটি এমনই ক্ষুধা মেটানো একটি খোরাক… এক বসাতেই শেষ হয়ে যাওয়া গল্পটি আরেকটু কেনো বড় হলো না সেই আফসোস থাকলোই…তবে কথা দিয়েছেন, পরবর্তী বইয়ে আফসোস থাকবে না.. ‘হাসানের জীবনে তুপা না হউক অদিতি হলেও যেনো কেউ একজন আসে…! তার জন্য অপেক্ষার প্রহর সাজায়…’ সেই অপেক্ষায় থাকলাম আমিও…! শুভকামনা রইল ‘তুপা’র জন্য…!
তুপা একটি ত্রিভুজ প্রেমের গল্প। গল্প টি ৯০দশকের যেখানে যান্ত্রিক কোলাহল কম। ভালবাসা ছিল অফুরন্ত আজকাল এর প্রেমের মত ন্যাকামি ছিল না। আমরা এখন যেমন মূহুর্তে ভালবাসার মানুষটির খবর নিতে পারি তখন কার সময়ে খবর নেয়াটা ছিল খুবই দুষ্কর। তারপর ও ভালবাসত কাছে আসতে। তেমনি একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে তুপা। গল্প টি হাসান সজিব আর তুপা কে নিয়ে। যেখানে হাসান তুপাকে ভালবাসলেও তুপা ভালবেসেছে সজিবকে। খুবই সহজ সরল একটি সম্পর্ক। কিন্তু পুর্নতা পায়নি তাদের ভালবাসা।