আল মাহমুদের কবিতার বিষয় আশয়
Printed Price: TK. 500
Sell Price: TK. 400
20% Discount, Save Money 100 TK.
Summary: আধুনিক বাংলা কবিতার এক স্পর্ধিত নাম আল মাহমুদ। লোকজ বিষয়-আশয়কে কিভাবে আধুনিক মাত্রা ও আয়তন দেয়া যায়, তাঁর কবিতা সে সাক্ষ্যই বহন করে। আল মাহমুদ তাঁর কবিতার জন্যে অর্ন্তজগৎ, কল্পনার
Read More... Book Description
আধুনিক বাংলা কবিতার এক স্পর্ধিত নাম আল মাহমুদ। লোকজ বিষয়-আশয়কে কিভাবে আধুনিক মাত্রা ও আয়তন দেয়া যায়, তাঁর কবিতা সে সাক্ষ্যই বহন করে। আল মাহমুদ তাঁর কবিতার জন্যে অর্ন্তজগৎ, কল্পনার জগতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। বাস্তব জগৎ কবির জন্যে প্রকৃত সত্য নয়; প্রকৃত সত্য হচ্ছে অর্ন্তজগৎ ও কল্পনাজগৎ। এর পরও আল মাহমুদের কবিতা বস্তু ও কল্পনার আশ্চর্য মিশেলে অভূতপূর্ব।
মৌলিক কবি প্রতিভার অধিকারী এই কবি ত্রিশোত্তর বাংলা কবিদের মধ্যে শামসুর রাহমানের পাশাপাশি উচ্চারিত নাম। কেবল উচ্চারিত নয়; প্রতিভায় ও সৃজনশীলতায় একই সমান্তরালে। নারী ও প্রেম আল মাহমুদের কবিতায় এক ও অভিন্ন। প্রেম সেখানে যৌনতার প্রতীক। কিন্তু যৌনতা পরকীয়া এমন কথা বলা যাবে না। আল মাহমুদের কবিতায় লক্ষ্য করা যায় নারী ও স্বদেশের আলিঙ্গন। কখনো কখনো মনে হয় নারীই স্বদেশ, স্বদেশই নারী। সাম্যবাদ আল মাহমুদের কবিতায় এসেছে মতবাদ প্রতিষ্ঠার জন্যে নয়; বরং মানুষ ও মানবিকতাকে পরিচর্যা করার জন্যে। আল মাহমুদের কবিতার ‘ভিতর-বাহির’ নিয়ে কবি, প্রাবন্ধিক, গবেষক গাউসুর রহমান লিখেছেন ‘আল মাহমুদের কবিতার বিষয়-আশয়’ গ্রন্থটি। যা আল মাহমুদের কাব্য পাঠের ভূমিকা হিসেবে চিহ্নিত হতে পারে। ‘আল মাহমুদের কবিতার বিষয়-আশয়’ গ্রন্থটি আল মাহমুদের কাব্যগবেষণার ক্ষেত্রে পথিকৃৎ-এর ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। কবি ও গবেষক হিসেবে গাউসুর রহমান তাঁর সৃজনশীলতা ও মনণশীলতা দিয়ে আল মাহমুদের কবিতাকে কিশ্লেষণ করেছেন তুখোড় বিশ্লেষণী ক্ষমতায়, অব্যাহত অনুসন্ধানে। মেধাবী এই গবেষক আল মাহমুদ চর্চার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছেন।
কৃতজ্ঞতা স্বীকার
কবি রফিক আজাদ, কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, কবি আসাদ চৌধুরী, কবি আল মুজাহিদী, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি হেলাল হাফিজ, কবি মুশাররাফ করিম, কবি নাসির আহমেদ, কবি সোহরাব পাশা, গবেষক জুলফিকার হায়দার, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি মাহবুব হাসান, কবি শাহীন রেজা, কবি আশরাফ মীর, কথাশিল্পী হুমায়ুন মালিক, কথাশিল্পী মঈনুদ্দীন কাজল, কথাশিল্পী ফাইজুস, কবি তপন বাগচী, সালেহীন, কবি সৌরভ জাহাঙ্গীর, কবি জাকির আবু জাফর, কবি ফয়সলশাহ, মাহবুব আজীজ, কবি জন্নু রাইন, ডা. আনিসুর রহমান (সুমন), কবি সৈয়দ সারোয়ার, কবি আসাদ উল্লাহ, সাপ্তাহিক ফুলখড়ি সম্পাদক নুরুল ইসলাম খান, কবি জামাল উদ্দীন।
Reviews
There are no reviews yet.